আমাদের ছোট্ট গ্রামের অবহেলিত পাড়ায়
মানবতার ডাকে যারা দিয়েছেন, সেচ্ছায় নিজ উদ্যোগে
অর্থ শ্রম আর ঝরায়ছেন গায়ের গাম,
শ্রেনীমত সকলের তরে দিলাম হাজার সালাম
আর হৃদয়ের গহীনে লিখে রাখলাম সকলের নাম।

আমার কাছে তোমরাই দানবীর
তোমরাই বীর মুক্তিযোদ্ধা, তোমরাই নেতা,
তোমরাই চেয়ারম্যান, তোমরাই গ্রামের প্রধান,
যত দিন বেঁচে থাকব, দিয়ে যাব তোমাদের আত্মসম্মান।

না পাওয়ার  গ্লানি, কিছু জালিমের আঘাতে ক্ষতবিক্ষত
দেহ মন  যখন পুড়ে আঙ্গার হয়ে বিষন্নতায় ভোগায়,
তখন এমন মহৎ কাজ, মহৎ উদ্যোগ দেখে
ভাঙ্গা মন জুরা লেগে ভাল হয়ে যায়।

তারপর গলা ছেড়ে চিৎকার দিয়ে রাগব হিংস্র বোয়াল মাছদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই
আমরা গরীব রা অনেক কিছুই পারি,
অনেক কিছুই জানি
তদের মত মনমানসিকতার দিক দিয়ে গরীব না,
হয়তো সময়ের ব্যবধান, অতএব সাবধান সাবধান
পথে ঘাটে খোয়া যাবে তদের মান সম্মান।

সেলবরষ-মামুদপুর (কাকিয়াম)
ধর্মপাশা সুনামগঞ্জ।
২০/০১/২১
৩.৪৪ এএম