অতীতে থাকিত বন্ধ ডায়েরির মুখ
ডায়েরিতে হাত দেওয়ার ছিল অনুমতির ঝোক
তখনকার সময়ে ডায়েরি লিখত
হাতেগোনা কিছু লোক।
এখনকার খোলা ডায়েরি ফেইসবুক
যেখানে প্রকাশ হয় নানান  সুখদুঃখ।

পেপার প্রত্রিকার এখন আর নেই কদর
ফেইসবুকে প্রচার হয় সব খবর
ঘরে ঘরে সেলিব্রিটি
ফেইসবুকে হয় পাব্লিসিটি
ফেইসবুকে দেখা যায় অনেক প্রিয় অপ্রিয় মুখ
অতীতে থাকিত বন্ধ ডায়েরির মুখ
ডায়েরিতে হাত দেওয়ার ছিল অনুমতির ঝোক।

ছোট বড় মধ্যম আর বৃদ্ধ সবারেই আছে ফেইসবুক
দিবারাত্রি চ্যাটিং  করে খোয়াচ্ছে শত টাকার নোট
বৃদ্ধা সাজছে পোলার সাজে মনে লাগিছে রং
ময়ুর পঙ্কির পেখম ধরে দেখাচ্ছে কত ঢঙ
কেউবা নিজ ভুবন ত্যাগ করে
খালি করছে অন্যের বুক
নিত্যনতুন পরিভাষা শিখাচ্ছে
খোলা ডায়েরি নামক ফেইসবুক।
২১.০১.২১
সেলবরষ মামুদপুর (কাকিয়াম)  
ধর্মপাশা সুনামগঞ্জ।