ইচ্ছার পরাজয়।।


ইচ্ছা হলেই যাওয়া যায় না
স্মৃতি জড়িত  পাড়া গায়,
ইট পাথরের দেওয়ালে
আটকে আছে দু,পা,,

ছোট্ট গ্রামের তরু লতা,
আঁকা বাঁকা সরু পথ
ইচ্ছা করলেই স্পর্শ করা যায় না,
সামনে পড়ে নানান বিপদ।।

দু,চোখে ভেসে বেড়ায়
চেনা জানা আপন জন
ইচ্ছা করলেই যায় না দেখা
ছুটি দেয় না মহাজন।

মনের ইচ্ছা মনেই থাকে
বাস্তবে হয় না পুরণ,
গভীর রাতে গাল বেয়ে
ঝরে চোখের জল,
ইচ্ছা করলেই হয় না বারণ।।

মনের ইচ্ছা মনেই পুষি
দেখাইবার নাই স্বজন
দীর্ঘশ্বাস ছেড়ে শান্তনা খুঁজি
হয়তো আমি নই কারো আপন।।

সেলবরষ, মামুদপুর(কাকিয়াম)
ধর্মপাশা সুনামগঞ্জ।    
03.11.2020
4:20 AM.