সামান্য সর্দি জ্বর হলেই কেউ ভয়ে কাছে আসে না,
বিশ্বজুড়ে নাম হয়েআছে মরণব্যধি ভাইরাসকরোনা।
একবার ছুঁয়ে দিলেই মানুষ হয়ে যায় লাশ
আল্লাহ আর কারো হয় না যেনো এমন সর্বনাশ।

করোনায় আক্রান্ত হলে
বাড়িতে লাগানো হয় লাল নিশানা,
আতংকে ছুটাছুটি করে প্রতিবেশী
কোন স্বজন ভুল করেও দেখতে আসে না,
মুক্তির জন্য হন-হন হয়ে খোদাকে করে তালাশ
করোনা ছুঁয়ে  দিলে মানুষ হয়ে যায় লাশ
আল্লাহ আর কারো হয় না যেন এমন সর্বনাশ।

আতর গোলাপ গরম পানির হয়ে যায় বড়ই অভাব,
আত্মার আত্বীয়রা তৈরি করেনা,
শেষ বিদায়ের আসবাব,
কোন সেচ্ছাসেবীর দল ছুটে এসে করে
কাফন দাফন কেউ বা কাটে বাঁশ,
করোনা ছুঁয়ে দিলেই মানুষ হয়ে যায় লাশ
আল্লাহ আর কারো হয় না যেন এমন সর্বনাশ।

কোথায় থেকে আসলো করোনা
আজ্রাইলের বেশ ধরে,
হাত তুলে কাঁদে তোমার বান্দারা বিশ্ব জুড়ে,
ওগো আল্লাহ সহায় হও
আমি অধমের এই ফরিয়াদ তোমার তরে
পছন্দের হাত দেখে করোনার করে দাও বিনাশ,
আল্লাহ আর কারো হয় না যেন এমন সর্বনাশ
করোনা ছুঁয়ে দিলেই মানুষ হয়ে যায় লাশ।