দুই হাজার বিশ সাল আসিলে যখন
ছিল অনেক আশা প্রত্যাশা আরো কত স্বপন
নিয়তির খেলা বুঝা বড় দায়,
বিষ পানে আধমরা করে আজ  হলে যে বিদায়।।

করোনার বিষাক্ত তাবায় আজ দু,পা অচেতন
নতুন করে পেতে চাই না কাল সাপের দংশন
নয়া দিগন্তের কিরণ দেখিতে ব্যাকুল
      ঝরে পড়ুক বিষের মুকুল,
   পৃথীবি ফিরে যাক আপন সুখের ঠিকানায়
বিষ পানে আধমরা করে আজ হলে যে বিদায়।।

নয়া সুর্যের হাসিতে হাসিবে ভুবন এ মোর আশা
চাওয়া পাওয়া হোক পুরণ, পুর্ণ হোক মনের প্রত্যাশা,
হাহাকার আর কান্নার ভারি কন্ঠে কাতর জগৎ ময়
পিছনের সকল ভুল ভ্রান্তি ক্ষমা কর হে দয়াময়,,
কানায় কানায় ভরে উঠুক আগমনী বার্তায়
বিষ পানে আধমরা করে আজ হলে যে বিদায়।।

যদিও এ বছর হয়নি পুরণ সকলের চাওয়া পাওয়া
নতুন বছরের শুরুটা হয় যেন সাফল্যের ছোয়া,
শুভ হোক শুভ হোক নতুন বছর
বিশ বনাম বিষ আসুক না আর কোন জামানায়
বিষ পানে আধমরা করে আজ হলে যে বিধায়।।

গীতিকবি শেখ আনোয়ার
সেলবরষ-মামুদপুর (কাকিয়াম)
ধর্মপাশা সুনামগঞ্জ।
৩১.১২.২০২০.