কুকিল কুহু কুহু সুর তুলিয়া
আজ মন করেছে উদাস
সারা শহরে লাগিল আজ
কৃষ্ণচুড়া ফুলের সুবাস।
তরুন তরুণীর মনে লেগেছে
ফাগুনের আগুন
বাসন্তী ঋতূরাজ বয়ে যাক
সবার জীবনে সুখের দুগুণ।
কুকিলের কুহু ডাক শুনে
দোয়েল শিস বাজায়
মৌমাছি মৌ মৌ ঘ্রাণে
উম্মাদ হয়ে গুণগুণাগুণ গায়।
চারিদিকে প্রকৃতি সেজেছে
নতুন সাজে ফুলের মুকুলে মুকুলে
কুকিলের গান শুনে
কুকিলা নৃত্য করে হেলে-দোলে।
পলাশ বন শিমুল তলায় ঝাকে ঝাকে
মেতেছে কত প্রেমিক যুগল
প্রেমানন্দে মজেছে বকুল ফুল
হৃদয়ে তুলে কামিনির হিল্লোল।
আজ এই ধরায় গাছে গাছে
ধরেছে নতুন কুড়ির পাতা
মাঘের বিদায়ী শীতের নিলুয়া বাতাসে
মনে বুনে নতুন নতুন প্রেমের কথা।
সেলবরষ-মামুদপুর (কাকিয়াম)
ধর্মপাশা সুনামগঞ্জ
রচনা,১৩.০২.২১