আমি নেশাখোর।
আমি বাঁশির সুরের নেশায়
হারিয়ে যাই বহু দুর
গান আর কবিতার ছন্দ সাজাতে
রাত হয়ে যায় আমার ভোর
আমি একজন নেশাখোর।।
বেগ ভর্তি বাশের বাঁশি
আলমিরার রেকে রেকে সাজানো
বাঁশির সরঞ্জাম দেখে দেখে
হয়ে যায় ভরদুপুর
আমি একজন নেশাখোর।।
কবিতা বা গানের আসরে
ফিরে পাই বেঁচে থাকার অক্সিজেন
সুফি সাধকের বাণী আমার কাছে
বেহালার করুণ সুর,
আমি একজন নেশাখোর।।
সত্য সুপথের আহবানে
যার কবিতা গানে সাজানো
আমি নিঃসন্দেহে তার পুজারি,,
সেই কবি সাধকের সাথে
যেতে পারি আমি অচিনপুর
আমি একজন নেশাখোর।।
অহংকার অহামিকার পোশাকে
পড়া আছে যত মানুষ
তাদের চেয়ে আমার কাছে অনেক প্রিয়
মেথর পট্টির সুলাইখোর
আমি একজন নেশাখোর।।