আমি নির্জন নিরালায় প্রভুর আরাধনা করতে চাই
আমি তোমায় খুব কাছে থেকে যেন দেখতে পাই
আমি তোমার চরণ ধুলি যেন পাই।
আমি সদ্য ভূমিষ্ঠ শিশুর মত নিষ্পাপ থাকতে চাই,
আমি মঙ্গলের শোভা যাত্রা যেন পাই।
আমি অসভ্য রাজ্য ছেড়ে সত্যের
দরিদ্র ঘর বানাতে চাই,
আমি যাতে কারো ক্ষতিগ্রস্তের কারণ হয়ে না দাঁড়াই।
আমি মায়ের শীতল ছায়া আজীবন পেতে চাই
আমি যেন মায়ের মমতায় চির নিদ্রায় যাই।
আমি সত্যের জয়গান শুনতে চাই
আমি যেন সত্যের কবিতার আবৃত্তি রচনা করে যাই।
আমি বস্ত্রহীন আশ্রয়হীনদের কে নিয়ে লিখতে চাই
আমি যেন মুসাফির পথচারীদের
একমোটু খাবার খাওয়াই।
আমি ভোরের সুমধুর সুরের আযান শুনতে চাই
আমি যেন তোমার বাণী সকলের তরে পৌঁছাই।
আমি সবার মাঝে অমর হয়ে থাকতে চাই
আমি যেন সকলের ভালবাসা খোঁজে পাই।
আমি মানুষের সুখের নীড় হয়ে বাঁচতে চাই
আমি যেন মানুষের দুঃখের অনল হয়ে পুড়ে যাই।
আমি মানুষের গালি থেকে রক্ষা পেতে চাই
আমি যেন মানুষের কল্যাণে পৌঁছে যাই।
আমি সৎ পথে আয় রোজগার করতে চাই
আমি যেন অসৎ হওয়ার আগেই মরে যাই।
আমি তোমার কাছে আসতে চাই
আমি যেন খুব সহজেই তোমাকে পাই।
সেলবরষ মামুদপুর (কাকিয়াম)
ধর্মপাশা সুনামগঞ্জ।
তারিখ, ২৭.০১.২০২১.
১১.২৫ এএম।