নির্ভীক হৃদয়ে জ্বলে উঠল শিখা,
তোমরাই লিখলে জাগরণের দিশা।
অন্যায়ের মূলে আঘাত হেনে,
তোমরা জ্বালালে আলো অগুনতি।
তোমাদের রক্তে জাগল বিস্ফার,
শত্রুর শিরে নামল প্রতিশোধের ঘোর।
মিথ্যের শৃঙ্খল ভাঙার চেতনায়,
তোমরাই আনলে ন্যায়ের জোয়ার।
কালরাতে ওরা কেড়ে ছিল প্রাণ,
তবু থামেনি তোমাদের অভিযান।
স্বপ্নের আঁচলে আঁকা যে দেশ,
শোষকের মূলে আঘাত হলো শেষ।
তোমরা অমর, বিদ্রোহী দিশারী,
তোমাদের চেতনায় শোষণ নিঃস্ব হয়।
শ্রদ্ধায় নত করি আমাদের হৃদয়,
তোমরাই স্বাধীনতার অনন্ত জয়।