এখনো ইচ্ছে করে
ছুয়ে দেই তোমার ঠোট
একান্তে, নিভৃতে আলতো করে,
বুঝে নিতে ইচ্ছে করে
সময়ের ভারে তারা আজ কতটা নুয়ে পরেছে!

আমার প্রায় ইচ্ছে করে ঘুরে আসি
তোমার আকাশে,
খোজ নিতে ইচ্ছে করে তোমার তারাদের,
বুঝতে ইচ্ছে করে তাদের আলোক উৎসে
কতটা আলো অবশিষ্ট আছে আমার জন্য,
নাকি ফুরিয়ে গেছে সব অভিমান!

আমার এখনো ইচ্ছে করে
চেয়ে নেই তোমাকে,
ছুঁয়ে রবো বলে,
জীবনের বাকিটা সময়।
ইচ্ছে করে আবারো স্বার্থপর হই।
না হয় অন্তত আরো একবার।