ঠোঁটের কিনারায় একেদিলে
অগোছালো ঝুম বরসা
আমি স্নান করি,
মাতাল হয়ে,
সকাল-সন্ধ্যা।
আমি হবো বলে
বৃষ্টি ধারা,
মেঘ হয়ে ভেসেছি স্রোতে।
ছুঁয়ে দিব তোমারি হৃদয়,
মিশে থেকো তুমি আমাতে।
জোনাকিরা দল বেধেছে,
সাথে ঢেকেছে আমাকে,
আজ তারা করবে মিছিল,
স্লোগানে চাইবে তোমাকে।
সাথে নিব নীল জোসনা,
আমাদের ঘর সাজাতে।