ঐ যে শেওলা পরা উঠোন,
যেখানে তোমার আর আমার ভালোবাসা,
শিশুদের মত খেলা করত,
মাটিতে বিছিয়ে জোসনার চাদর।
সেখানে আজ আর কোনো শেওলা নেই,
নেই কোনো মাটির স্পর্শ।
সেখানে জোসনারা আজ,
প্রতিফলিত হয়ে ফিরে যায়,
শ্বেতপাথর এর আস্তরণে।
যেমনটা ফিরে গিয়েছিলে তুমি,
চাদের আলোর খোঁজে।
ভুলেই গিয়েছিলে,
চাঁদেরহাট এ চাঁদ কিংবা চাঁদের আলো,
কিছুই কিনতে পাওয়া যায় না।
ঐ যে শিশির জমা জলের শরীর,
যেখানে জলের গায়ে স্বপ্ন একেছিলাম,
দুজনে গোপনে,খুব একান্তে।
সেখানে আজ আর শিশির জমে না,
জমে আছে আমাদের মুমূর্ষু সৃতিগুলো,
কালো পচা ডোবায় আর্তনাদ করছে তারা,
একটু খানি বাচার অপেক্ষায়।