একটা অভ্যাসে ছিলি তুই,
হঠাৎ করেই কি বদলে ফেলা যায়!
কিংবা বদলে নেয়া যায় নিজেকে?
দুরেই যদি থাকবি,
তাহলে অভ্যাস টুকুন রেখে গেলি কেনো?
ঐ যে রাতের আকাশ,
আকাশ আর জোছনা,
যাদের কে প্রতি রাত্রিতে তোর গল্প শুনিয়ে ঘুম পারিয়ে দেই,
তাদের কে কি জবাব দিব এখন?
আর কত মিথ্যা মিথ্যা গল্প শুনাবো,
দুরেই যদি যাবি,
তাহলে ঐ আকাশ, আর জোছনা টুকুন কেনো রেখে গেলি?
ঐ যে ছুঁয়ে দেয়া স্পর্শগুলো
আবেদন, নিবেদন।
যাদের কে লালন করি প্রতি রাত,প্রতি দিন।
তাদের কে কিভাবে বাচিয়ে রাখব এখন?
স্পর্শ গুলো আজকাল মুমুর্ষ প্রায়,
সরেই যদি যাবি,
তাহলে মুছে দিয়ে গেলি না কেনো,
সকল ছুয়ে থাকা স্পর্শ, আবেদন, নিবেদন!