খুব জানতে ইচ্ছে করে,
হয়েছে কি প্রতিস্থাপন,
আমার স্পর্শ গুলো,
তোমার হাতের মেহেদীর রঙ এ?
খেয়াল রেখো যেনো,
মেহেদী রঙ হারিয়ে যাবার পর,
পুরোনো অনুভূতি গুলো,
আবার যেনো জেগে না উঠে!
তখন কিন্তু সইতে পারবে না তুমি,
মিছিল বয়ে নিয়ে আসবে তারা।
শ্লোগান দিয়ে বলবে,
"স্বার্থপর তুমি,
ছলনাময়ী তুমি,
অপরাধী তুমি"