যে শহরে হৃদয় ভাংগার গল্প গুলো
ডালভাত সাদৃশ্য,
সেখানে কেবল ব্যবসা হয়,জীবিকা হয়।
আর যাই হয়,
সেখানে ভালোবাসা খোঁজে পাওয়া যায় না।

এমনই এক শহরে হারিয়েছি তোমাকে,
অনেক ব্যবসায়ীদের মাঝে,
তুমিও পাক্ষিক হয়ে,
খুঁজে নিলে জীবিকা,
বুঝলেই না কি পেতে গিয়ে,
কি হারিয়েছ।
জীবিকার মোহে,হারিয়েছ জীবন।

মনে রেখো,
যেখানে কেবল জীবিকাই মুখ্য,
জীবন কিংবা ভালোবাসার অনুপস্থিতি  সেখানে ভীষণ রকম।

যদি কখনো মনে দাগ কাটে,
এ শহরের বাতাস যদি ভারি লাগে,
সেদিন তোমার দু'চোখ  তোমাতে জীবন খুঁজবে।

সেদিন বুঝবে জীবিকার জন্য জীবন নয়,
বরং জীবনের জন্যই জীবিকা!