আমার শহরে ফেলে যাওয়া
তোমার কাচের চুড়িগুলো,
রঙ হাড়িয়েছে ঠিকই,
তবে বদলে যায় নি।
এখনো তাদের গায়ে,
আলোর ঝিলিক পরলে,
প্রতিফলিত না হয়ে,
প্রতিসরিত হয়।
ঝিকিমিকি করে,
পাল্লা দেয় সব হিংসুটে তারকাদের সাথে।
এখনো তারা বিদীর্ণ করে দেয়,
স্বপ্ন ডানা মেলা শত পাখিদের গানকে।
যারা বলেছিল,
ঘুম ভাংগাবে তোমার আর আমার কোন এক সকালে।
আমি তো ঘুমুতে চেয়েছিলাম।
দুচোখে পূর্ণতার স্বপ্ন নিয়ে।
এখন বড় ক্লান্ত আমি,
পরিশ্রান্ত আমি,
এক রাত্রী ঘুম কিনতে চাই,
বলতে পারো, কোন হাটে ঘুম বেচাকেনা হয়?