কে পরালো এ পায়ে নূপুর
কে ছুঁল আমার এ দুপুর
কেন অভিমানী হলো এ আয়না
মন করে বায়না ।
ও আকাশ তাঁকে গিয়ে বল
আমাকে সঙ্গে করে চল
একা ভাল লাগে না ।
কে দিল আজ মন পাহারা
বিকেল রোদে চোখ ইশারা
কেন মেঘ কাল অভিমানি জলে,
এ প্রনয় কার আচলে।
ও গোধুলি তাকে গিয়ে বল
আমাকে সঙ্গে করে চল
একা ভালো লাগে না।
কে পরাল এ চোখে কাজল
এলো হাওয়ায় উড়াল এ আঁচল
কেন অভিমানী হলো এ চাঁদ
জোসনা সাজাল এ রাত
ও মেঘ তাঁকে গিয়ে বল
আমাকে সঙ্গে করে চল
একা ভালো লাগে না
কে আসলো খুব গোপনে
বৈশাখী ভোরে ঝড়ো স্বপনে
কেন অভিমানে ঠোট টলমল
দু নয়নে অই প্রেম ছলছল
ও আকাশের নিল তাকে গিয়ে বল
আমাকে সঙ্গে করে চল
একা ভালো লাগে না।