তোমার কাছে গেলেই উলটপালট হয়ে যায় সব-
একদিন ফাল্গুনী বেলায়, স্বপ্ন চোখে
তোমায় বলতে গেলাম গোপন কিছু কথা;
সাজিয়ে গুছিয়ে নিয়ে গেছি কথামালা,
শুরুটাও ছিল বেশ -
ঠিক তখনই সুন্দরতম কথাগুলোর
উচ্চারণ ভুল হয়ে গেলো,
আর তুমি আমায় থামিয়ে দিয়ে
উচ্চারণ শেখাতে লাগলে পন্ডিতের মতো।
রাগ হয়েছিলাম খুব;
মনে মনে চিৎকার করে বলেছিলাম-
খুব ভালো উচ্চারণ করতে পারি আমি
খুব ভালো কথা বলতে জানি সঠিক উচ্চারণে,
শুধু তোমার কাছে গেলেই, চোখে চোখ রাখলেই
উলটপালট হয়ে যায় সব।