সেদিন ঝরের রাতে ঝরের বেগে
দুঃসাহসী তুমি, বিশাল সমুদ্র ঢেউয়ের মতোই
আছড়ে পড়লে সৈকতে-
অনুরাধা, তুমি কি ধংস চাও?
নইলে কেও কি এমনি অনায়াস
বলতে পারে- 'চলো একটু বেহিসেবি হই'-
আমি প্রশ্ন করতেই তোমার সোজা-সাপ্টা উত্তর-
'স্বার্থক কিছু গড়তে হলে
নারী ধংস চাইতেই পারে;
চলো না একটু নিয়ম ভাঙ্গি,
একটু ধংস করি-
ধ্বংসই তো গড়বে নতুন জীবন'।
আমি যেন বাকরুদ্ধ, জ্বড় পদার্থ কোনো-
তোমার ইচ্ছে মতো গড়িয়ে পড়া ছাড়া
এই ঢাল বরাবরে চলার
আমার আর নেই কোনো স্বাধীনতা।