আমার মনের ডাইরিতে,
আমার প্রতিটি কবিতায়
কেবল তোমাকে নিয়েই লিখে যেতে চাই
ভালোবাসার অমর কথামালা-

আমায় গ্রহণ করো অথবা
ফিরিয়ে দাও খালি হাতেই,
সম্পূর্ণই তোমার ইচ্ছা,-
তবু আমি কিন্তু তোমাকে,
শুধু তোমাকেই ভালোবাসি।

মনে পরে সেদিন সেই
নিশীথ নির্জন বেলীতলা
নৈঃশব্দে দাঁড়িয়ে একাকী দুজনে,
অতীব নিকটে - কিংবা একাকার হয়ে,-
প্রমত্ত গভীর হাওয়ায়।
উড়ু উড়ু মন, নধর জোছনা-ধারায়
প্রচন্ড জোঁয়ারে আমরা ভাসমান।

আজ আবার কোন অব্যয়ে
মনে পরে সেই স্মৃতি কথা
তাই তোমাকে নিয়ে আবার
এই নতুন কবিতা লেখা।