তোমাকে ভালোবাসি বলেই
এখনো স্বপ্ন দেখতে ইচ্ছে করে,
তোমাকে ভালোবাসি বলেই
পৃথিবীটা এখনো রঙ্গিন মনে হয়;
তপ্ত রোদ্দুরে যখন
ঠান্ডা হাওয়ার ছোঁয়া লাগে
তোমার ভালোবাসার পরশ পাই,
আকাশে মেঘ যখন
গর্জায়, রিমঝিম বৃষ্টি নামে
তোমার কথা মনে পরে।
তোমাকে ভালোবাসি বলেই
এখনো স্বপ্ন দেখতে ইচ্ছে করে।