আমার নির্নিমেষ চোখের সামনে
সেদিন চকিতে তোমার আবির্ভাব
আমায় প্রচন্ড নাড়া দিয়েছিলো ।

স্বপ্ন ছোঁয়া কাঁজল টানা চোখে
ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছিলে তুমি
আমার দিকে সেই কতক্ষন,
চোখ ফেরাবার আগ অবধি;
সুন্দর শুভ্র মুখখানা হঠাৎ
লালচে হয়ে গিয়েছিলো এক লহমায়।
এখনো ছবির মতো ভাসে
তোমার লাজুক মুখখানা,-
রক্তিম গোলাপি ঠোঁটে যেন ছিল
প্রথম প্রেমের অসীম সাগরের ঢেউ,
আর সমস্ত দেহে খেলে বেড়াচ্ছিল
আকর্ষণের এক অদভূৎ চুম্বক-তরঙ্গ।