কবিতা আর তুমি, তোমরা দুজনেই সমান
তোমাদের মাঝে আছে এক অপূর্ব সাদৃশ্য।
তোমরা উভয়েই স্নিগ্ধ-প্রাঞ্জল-চঞ্চল,
উভয়ের মাঝেই আছে তবু প্রচন্ড উত্তাপ;
তোমরা উভয়েই কিছুটা নোনতা, কিছুটা মিষ্টি
তোমরা উভয়েই তবু ধংস, উভয়েই সৃষ্টি।
তোমরা উভয়েই কখনো কঠিন আবরণে ঢাকা
উভয়েই কখনো উদোম নগ্ন;
তোমরা উভয়েই ভেতরে এক বাইরে আরেক,
তোমরা একই শব্দে দ্ব্যর্থক।
তোমরা উভয়েই রসাল-মদির
তোমাদের দেহে আমার ক্ষুধার অপার খাদ্য।
তোমরা উভয়েই একাকী অসম্পূর্ণ
উভয়েই আমার সঙ্গতে পূর্ণতা লাভ কারো;
তোমরা উভয়েই স্পর্শক বরাবরে বরাবর টানো
উভয়েই সমান নিপুণতায় আচ্ছন্ন করো,
আর আমি মুক্তির তরে ছটফট
সুযোগ বুঝে দেই দৌড়, অভিলম্ব বরাবর।
কবিতা আর তুমি, তোমরা দুজনেই সমান
তোমাদের মাঝে আছে এক অপূর্ব সাদৃশ্য।