বাস্তবতার পাষান বুকে
মাথা কুটে মরে অগণিত মানুষ,
তার স্বপ্ন বাসনার আবেগ;
ধুলালুন্ঠত হয় পদে পদে
মানবতার চরিত্র।
ব্যথার বুক চিরে রক্তস্নাত
সুখের বার্তা আসে যখন
মনের আবডালে দোলা লাগে
সঞ্চিত অশ্রুবিন্দু সব ঝরে গিয়ে
আচমকা একপলে।
তবু স্বপ্ন আছে, বাসনা আছে,
পাওয়ার আনন্দে মন
বিভোর হতে চায় বারে বারে,
দুঃখের কাহিনী ভুলে যেতে চায়
বেদনার অশ্রু ছলে-