এই রাধা, অনুরাধা,
অনুরাধা শুনছো?
শোনো, তোমাকেই যে ডাকছি-
একটু দাড়াও, পেছন ফিরে তাকাও একবার,
আমি যে এসেছি সম্পূর্ণ পৃথিবী ছেড়ে
তোমার বুকের নরম জমিনে একটু স্থান দাও;
আমি যে স্বঘোষিত নির্বাসন নিয়েছি তোমার খোঁজে
আমায় একটু মাটি, একটু আকাশ দাও ।
আমাকে নিয়ে অযথা উদ্বিগ্ন হয়ো না-
অজন্তা ইলোরারার মতো কোনো পর্বত গুহায়
লুঠতরাজের সাধ নেই আমার,
তোমার শরীরের এক ছটাক রং দাও
আমি তাতেই ফুটিয়ে তুলবো
জীবনের প্রতিচ্ছবি; -
আমার উন্মুক্ত ইজেরের ইজারা চাই না,
আমাকে দাও তোমার সমুদ্রের উচ্ছল তরঙ্গ
সমস্ত শরীরের আকাশে উড়তে দাও আমায়
আমি আঁকবো তোমার নিখুঁত মানচিত্র;
তোমার বুক-পাহাড়ের কৃষ্ণচূঁড়ায়
আমাকে গড়তে দাও মিথুন রাজত্ব।
তুমি যে আমার জল ভরা নদী
কলকল বয়ে চলো খাড়াই উৎরাই,
তুমিই আমার অতল সমুদ্র-
আমাকে দাও স্বাধীনতা অনন্ত ডুব দেয়ার;
তোমার হরিৎ দৃষ্টিই যে আমার মুক্তির পথ
আমাকে দাও সুযোগ, মুক্তো-ঝিনুক খুঁজে নেয়ার।
তোমার ফেনিল আস্বাদেই মিটবে আমার আজন্ম দৃষ্টি-ক্ষুধা,
আমাকে দাও প্রশ্রয়, অঞ্জলি ভরে প্রেম সুধা;
আমাকে কয়েক ফোঁটা জীবন দাও
আমি তোমাকেই পান করবো আকণ্ঠ,
আমি সব পরম্পরা ছেড়ে তোমাকেই
অনুসরণ করবো আমৃত্যু; সুদূর ছায়াপথ পর্যন্ত।