শুকনো জমিনের চাদর গায়ে আমি শুয়ে আছি
ক্ষত-বিক্ষত দীর্ণ বুক নিয়ে,
অজানা উত্তাপে পুড়ছে সমস্ত শরীর মন
হৃদপিন্ডে স্পন্দন ত্বরান্বিত লয়ে।
তুমি উড়ে এসো আমার আকাশে শীতল মেঘ হয়ে
বর্ষা হয়ে ঝড়ো এই পিপাসার্ত বুকে,
সতেজ করে তোলো আমায় গভীর আলিঙ্গনে
আমি ডুব দিই পরম মিথুন সুখে।