মস্ত একটা পাথর চেপে আছে বুকে-
পাথর নিয়েই সাঁতরে যাই
অনন্ত সাগর মহাসাগর;
আমি এমনি হৃদয়ে ভার বয়ে বেড়াই যুগ-যুগান্তর।
রাতদিন শুধু চেতনার ক্ষয় অনুভব করি
সমস্ত সত্তায়;
রক্ত-মাংস, অস্থি-মজ্জার খাঁজে খাঁজে
ঘুন পোকার তীক্ষ্ণ দাঁত প্রচন্ড যন্ত্রনা দেয়,
আমি যেন মিশে যাচ্ছি অনন্ত মহাশূন্যে-
তথাপি একদিন আমার দৃঢ়তা-উচ্চতা ছিল
একদিন আমার প্লবতা গভীরতা ছিল,
একদিন আমি ফানুশের বদলে
শব্দভেদী বান ছুড়তে পারতাম;
সেদিন তুমি খুব কাছে ছিলে-
আজও বিনা মহড়ায়
আমি একটা সম্পূর্ণ যুদ্ধ জিততে পারতাম,
এমনি বিনা প্রশিক্ষণে
আমি এভারেস্ট চড়তে পারতাম;
শুধু তুমি হাত ফিরিয়ে না নিলে,
আমি মরেও অমর হতে পারতাম।