তোমার নরম ঘুম মাখা মুখ
দিতে পারে যে কোনো শ্রান্ত পথিককে নতুন উন্মাদনা-
ঘুমন্ত তোমার কাছে তাই যে কেউ
করতে পারে একটা অন্যায় আবদার।
ইস! তুমি যদি দেখতে পেতে নিজের ঘুমন্ত মুখ!
হিংসে হতো নিজের প্রতিই, নিশ্চিত।

কেন তুমি ওরম ঘুমাও?
পারো যদি আর ঘুমিও না কখনো ওভাবে,
নয়তোবা রুদ্ধ কপাটেই করো নিদ্রা যাপন।
আমি জানি তোমার ওই ঘুম মাখা মুখ
যে কাউকে করে দেবে বেয়াদব বেহায়া-
অনুরোধ, অসামাজিক করো না কাওকে তুমি।

এবেলায় ঘুম চোখে নিশ্চই দেখছো কোনো মিষ্টি স্বপ্ন,
তোমার ঠোঁটের ওই চোরা হাসি তাইতো বলছে নীরবে-
আমার আসা একটুও টের পাওনি তুমি,
ভালোই হয়েছে;
এতো কাছে এতো গহীন দেখিনি
আর কোনোদিন তোমাকে।

জাগাতে চাইনি এমন ঘুমন্ত পরীকে
তাই এই চিঠিখানা রেখে গেলাম-
এই ছোট্ট চিঠিটাও আজ সারা দুপুর
আমার মতোই গিলবে তোমাকে প্রানপন-
দেখা হবে, ভালোবাসা নিও,
ইতি, তোমার পাণিপ্রার্থী কেউ।