[একটা বেওয়ারিশ চিঠি থেকে........
বোধ হয় কোনো এক আসন্ন যৌবনা লিখেছিলো তার বান্ধবীকে]
জানিনা কোন উত্তাপের জন্য
আমি সারাদিন অথবা রাত্রি
পাগলের মতো লয় হারাতে থাকি,
একটু আবেগ বা অনুভূতির জন্য
আমি হই অনন্ত পিপাসু-
জানিনা কেন এই অনুভূতি, কার টানে!
তবু আমি সারাক্ষণই নিজের মধ্যে
এক অদ্ভুত আবেশী উষ্ণতা অনুভব করি
কৃত্তিম ভাবেই হোক, অথবা নিজের মতো করে।
সেদিন মাঠে ফুটবল খেলা দেখতে গেছি-
ফুটবল আমার বড়োই প্রিয়
তার গতি, তার আবেগ, তার উন্মাদনা,
আমি ফুটবল বড্ডো ভালোবাসি;
কিন্তু সেদিন কেমন জানি অস্বাভাবিক একটা টান ছিল,
ওদের শরীরের পেশীগুলোর উথাল পাথাল
যেন আমার হৃদয়ের স্পন্দন রূদ্ধ করে দেয়
আমার উষ্ণতা আরো বাড়ে;
আমি খুঁজে চলেছি এক অনাবিল আস্বাদ
এক নিঃস্বার্থ অন্তরীণ সঙ্গতা, যা আমাকে দেবে
চিরস্থায়ী হার্দিক আবেগ
আরও উত্তেজনাপূর্ণ উত্তাপ।
একটা অচেনা অজানা মুখচ্ছবি
প্রায়শই কল্পনার আঁড়ালে
আমাকে পূর্বরাগের অনুভূতি দিয়ে যায়,
স্বপ্নে দেখি তাকে;
তার খোঁচা খোঁচা দাড়ি, বুক ভরা পশম
হালকা গোফের কাষ্ঠল চেহারা,
আমায় রাতের পর রাত উত্যক্ত করে সে -
ঘুম আসেনা নীল চোখে,
আমি সঙ্গে চাই তার প্রতিটি রাত্রিদিনে;
ভেতরে বাইরে আমি চাই এক হাজার ডিগ্রি উত্তাপ
আমি চাই জ্বলে পুড়ে খাক হয়ে যেতে,
শুধু আরেকটু উষ্ণতার জন্য
আমি পারি সম্পূর্ণ নির্লজ্জ হতে।