আমার নিঃসঙ্গ পৃথিবীতে
আসবেনা আর কেও,
আমি পারবোনা আবার ভালোবাসতে-
তোমাকে চেয়েছিলাম অন্তহীন,
শুধু তোমাতেই অন্তরীণ হয়ে যেতে-
শুধু তোমাকেই ভালোবেসেছিলাম
ভালোবাসাই তো চেয়েছিলাম দিতে;
তুমি ফিরিয়েছো খালি হাতে,
সেই থেকে নিঃসঙ্গ আমি
একলা বাসর অনিচ্ছার পৃথিবীতে।