তোমার দিকে তাকালে, কেবল তাকিয়েই থাকতে ইচ্ছে করে,
তোমার দু-চোখে ঘুমন্ত যৌবনের অপার রহস্য-

তোমার নিঃস্কপট মুখখানা যখন দেখি
কেমন যেন মায়া হয়,
কাছে টানতে ইচ্ছে করে, ভালোবাসতে ইচ্ছে করে;
ইচ্ছে করে তোমার দুগালে টিপে
একরাশ এলোচুলে বিলিকেটে
প্রাণ ভোরে সোহাগ করি তোমায়।


তুমি পলক ফেলো ঘন ঘন, আমি রই নিষ্পলক;
মেরিনার মতো গভীর ঐ চোখে দেখি
শত-সহস্র বছরের নিশ্চল শান্ত সাগরের বুক-
সেখানে একটিও ঢেউ ওঠেনি, একটিও ঝড় আসেনি
কোনোদিন ভুল করে;
কোনো বীর ডুবুরিও দেয় নি, দুঃসাহসী ডুব।