রাত জাগা তারাদের মতো
আমি নিঃস্পলক চেয়ে আছি
তোমার আগমনীর পথে-
মনে আশা আছে, কিন্তু কোথায় যেন একটা
শঙ্কা রয়েই গেছে;
আভাষের কোনো আভাস নাই।
একটা প্রকান্ড দৈত্যের মতো
অন্ধকার যেন আমার উপর চেপে বসেছে;
সারাটা রাত ঘুমোতে পারি না,
শুধু ভেবে যাই- কখন আসবে।
কতো কাল থেকে খুঁজি তোমায়,
দিশে দিশে আলো আবছায়ায়;
তুমি নেই, পাইনি কোথাও-
বোধ হয় ঐ মহাকাশ থেকে দূরে
ছায়াপথের আড়ালে,
কতকাল তুমি রয়েছো লুকায়ে।
বিদ্রোহী মন মুক্তির তরে ফোঁসে
ভুল-শুদ্ধ যা ইচ্ছে তাই করে;
তবু তুমি একবারও আমার দরজায় টোকা দাও নি,
না ভুল করেও না-
সময় বুঝি আজও হয়নি তোমার?
নাকি কতকাল নিঃশ্চল থেকে থেকে
শেষে থিতিয়ে গেছো তুমি?
ফুরিয়ে যাওনি তো ?
মনের আনাচে কানাচে সন্দেহ জাগে।