সে মনের জানালা খোলেনি কোনোদিন-
তবু আমি বারবার ধাক্কা মেরেছি
করেছি উঁকিঝুঁকির চেষ্টা,
যদিও তার সৌন্দর্য অন্য কারো বাগদত্তা
সে মুখের উপর দাবি করে;
আমি মানিনা ওসব-
ইচ্ছে করে ওকে এক্ষুনি গিয়ে বলে আসি-
এই মেয়ে শোনো,
এই যে তোমার সমস্ত উদ্দীপনা
তোমার শরীরী তরঙ্গ, ওসব
শুধুই আমার, একান্তই আমার;
আমি চাই না আর সব-
মনটাকে তুমি যাকে তাকে দিয়ে বেড়াও
আপত্তি নেই কোনো, কিন্তু খবরদার
ওই শরীরটাতে আমি নিয়েছি পেটেন্ট।
আমি তোমাকে রোজ দেখতে চাই
কাছে পেতে চাই নিজের করে
তোমাকে নিয়ে যেতে চাই
নীল নির্জন সমুদ্রে, সৈকতে-
আমি শুধু দেখতে চাই তোমাকে
যখন যেমন চায় দৃষ্টি!
সজাগ প্রহরীর মতো তুমি কেন খিল পেড়ে রাখো?
মাঝে মাঝে উদাসীন হওয়া ভালো।