আশপাশের বাতাসে আজকাল
অবিশ্বাসের নিদারুন ঝাঁঝালো গন্ধ পাই,
নিঃশ্বাসেও তাই প্রচন্ড কষ্ট হয়;
যেখানে সেখানে রক্ত জমাট দেখি-
কে যেন জমিয়ে যায় অনায়াস,
হেলায় খেলার মতো।

চোখে ঘুম আসে না সারারাত,
হাত দিয়ে জোর ঢেকে ধরি চোখ,
তবু নিস্তার নেই;
বন্ধ চোখের খুশির স্বপ্নগুলো আজকাল প্রায়শই
লালাভ পিচকারীর ছিটায়
মলিনতরো হয়ে যায়-
আমি স্পষ্ট দেখি, হাজার হাজার মলিন চোখে
হাহাকার কাঁদে চারদিকে,
আর রয়ে রয়েই কতগুলো আর্তনাদ
বুক ভাঙ্গে সজোর আঘাতে।