সেদিন থেকে আজ অবধি
সবার অলক্ষ্যে,
অনবরত কম্পিত দুরুদুরু বক্ষে
আমার সমস্ত ধমনী-শিরায়
উষ্ণ প্রেম ধারা প্রবাহমান।
আমি কেমন যেন শূন্যতায় ভাসতে থাকি,
কেবল অনুনাদী কিছু স্পন্দন
হৃদয়ে তোমার উপস্থিতি
প্রমান করে দিয়ে যায় বারবার।
সেই সেদিন থেকে এখনো
নৈঃশব্দের মাঝে কিছু অনুভূত হয় -
সে নিশ্চই তোমার হৃদয়ের
উদাত্ত আহ্বান!