জানি ভালোলাগা ভালোবাসা এক নয় কখনোই
তবু ভালোবাসি তোমায়, না ভালোলাগো কেবল, জানিনা;
তোমার প্রতি আমার যে অন্তর্গূঢ় টান
তা কি শুধুই প্রাকৃতিক খেয়াল না আত্মার খুরাক, বুঝিনা;
শুধু বলতে এইটুকু পারি,
তোমাকে না দেখলে মনটা চঞ্চল হয়ে উঠে
অব্যয়িত অভিব্যক্তি কুড়কুড় করে খেতে থাকে,
ভালো লাগে না আর কোনো কিছুই-
সারাক্ষন তোমাকে নিয়েই ভেবে যাই,
সবাকার মাঝে এমনকি
আকাশের তাঁরাদের মাঝেও কেবল
তোমাকেই খুঁজি।
(জানো) বাড়ির সামনের গলিটা দিয়ে যতবার গেছো,
তোমাকে নিঃস্পলক দেখেছি;
আর অনুভবে শিহরণ জেগেছে প্রতিবার।
বারবার ইচ্ছে হয়েছে দুটো কথা বলি তোমার সঙ্গে
চোখ জুড়িয়ে দেখি তোমার নীল নীল চোখ দুটো;
ইচ্ছে হয়েছে হারিয়ে যাই তোমার এলোচুলে
অথবা উপহার দেই তোমায়
এক বুক আবেগ, একটা উষ্ণ প্রগাঢ় চুম্বন-
তোমার মনের দরজায় টোকা দেব, কতবার ফন্দি এঁটেছি
কতবার রাত জেগে সাজিয়েছি নীল খাম;
ইচ্ছে থাকলেও সাহস জুটাতে পারিনি,
ফিরিয়ে না দাও খালি হাতে ভয় ছিল মনে ।
তবু মনের জোয়ার-ভাঁটা থেমে তো নেই,
ঢেউ আরো যেন বেড়েছে প্রতিবার;
ভাবনায় খিল দেব, চেষ্টা যত করেছি,
মন ততই হয় বেয়ারা, বাসর কাটে উদগ্রীব, পথের ধারে।
এতো যে অনুভবে আছো
এতো যে অতৃপ্তি তোমাকে ছাড়া,
তবু কেমন জানি দোমনা আমি, বুঝিনা এখনো-
ভালোবাসি তোমায়, না ভালোলাগো কেবল!