আমি বৃষ্টিকে ভালোবাসি,
ভালোবাসি বৃষ্টির ফোঁটায় ফোঁটায় ভিজতে,
আমি যেমন গান, বাতাস ভালোবাসি
তেমনি ভালোবাসি বৃষ্টির আগমনীর শব্দ।

আজকাল হাজার কোলাহলের মাঝেও
আমি বুঝতে পারি, 'ঐ বৃষ্টি আসছে';
বৃষ্টি মিশে আছে আমার রন্ধ্রে রন্ধ্রে,
বৃষ্টি আমার মননে গহনে ভাসছে।
গ্রীষ্মে বৃষ্টি, বর্ষায় বৃষ্টি,
শরতে বৃষ্টি, বৃষ্টি হেমন্তে-
বৃষ্টি শীতে,বৃষ্টি বসন্তে;
বৃষ্টি আমার বিশ্ব-জগতে।

কেবলমাত্র বৃষ্টিতেই আমি শান্তি পাই,
আর সবে কোনো উদ্দীপনা নাই;
বৃষ্টি ছেয়ে আছে জীবন জুরে
বৃষ্টিতে আমি চির অনুরক্ত;
বৃষ্টিতেই আমি সজীব-সবুজ
বৃষ্টিতেই আমার সুস্বাস্থ্য,
এক ফোঁটা বৃষ্টি ব্যতিরেকে আমি
নিতান্তই বিপিএল শ্রেণীভুক্ত।


বৃষ্টি, তুমি হওনা কেন আমার প্রতি
পূর্ণ সমর্পিত?