রইবে চেয়ে আকাশ পানে,  
পাইবে মোর পরিচয়।  
যদি না মেলে আমার দেখা,  
মনে রেখো আমায় নিজের অন্তরে।  
ভালোবাসো তুমি আমায়,  
জানতাম সে কথা চিরদিন আগে,  
তবু কখনো করিনি প্রকাশ,  
হয়ে লজ্জায় তুমি পড়ে যেতে।  
সেই ক্ষণে তোমার লাবণ্যে মুগ্ধ হয়ে,  
হারিয়ে যেতাম অনন্ত স্বপনে।  
ভয় হতো কেবল আমার,  
যদি কখনো ঘটত বিচ্ছেদ।  
জানি আমি এক কাপুরুষ,  
প্রেমের প্রকাশ না করিয়া  
ঘটালাম এক মহাপাপ।  
বুঝেছি ভুলটি যখন,  
দেখি, দেরি হয়ে গেছে অনেকটা।  
তোমার বিয়ের খবর শুনে  
শব্দ সব আমি হারিয়েছি।  
সম্বন্ধ যা ছিলো আমাদের,  
এখন তো সবই বৃথা।  
যা ছিলো একান্ত আমাদের,  
সে আজ শুধুই স্মৃতি।  
ইচ্ছে হয় ছিঁড়ে ফেলি  
তোমার লেখা চিঠি গুলো,  
যখন তুমি আর নেই পাশে।  
তবু হাত কাঁপে,  
মন যে মানে না।  
ভালোবাসা সহজে মুছে যায় না।  
মনে হয়,  
কোনো এক দিন  
হারিয়ে ফেলা ভালোবাসার উত্থান হলে,  
পরিচয় দেবো কীভাবে?  
তোমার কথাতেই আবার লিখিব  
এক নতুন প্রেমের গল্প।  
সেই কথা শুনে জানবে লোকে
সব ইচ্ছা যে হয় না পূরণ,  
যা চাইলেও না যায় পাওয়া।  
তাই হলো ভালোবাসা
কষ্ট পাবে, দুঃখ পাবে,  
দুর্যোগময় এই দুর্গম পথে।  
তাকিয়ে দেখো চারপাশে,  
দেখবে
পেরিয়ে যেমন যায় সময়,  
আর কিছু না থাকবে বেঁচে।  
প্রেমের আলো যাবে ঘুচে,  
ঠেলবে তোমায় অন্ধকারে।  
চিরসাথী হয়ে থাকবে সাথে,  
যুগ যুগান্তর ধরে।  
নাম না জানা কোনো এক ঠিকানায়,  
প্রতীক্ষা করো শুধু তারে।