ভোরের বাতাসে নতুন সূর্য আকাশে,
পথ চলতে চলতে ঘর্মাক্ত শরীরে দ্রুত নিঃশ্বাসে
মাঠের কোণে ভাবি আনমনে বসে।
জীবন এতো ছোট কেনো,যৌবন এতো ক্ষণস্থায়ী
কেনো?
এই তো সেদিন নবযৌবনের ঢেউ আছড়ে পড়েছিল
সমুদ্র কিনারে খুলেছিল নতুন দ্বার হৃদয় কোণে।
যা দেখি সবই ভালো লাগে নতুন নতুন উদ্দীপনায়
হৃদয়ের গহীনে উচ্ছাস জাগে,
নবযৌবনের প্রাতে দেহে আসে বল মনে অনেক সাধ
থাকে।
যৌবন মানুষের জীবনে চরম সত্য পরম পাওয়া,
যৌবন যেন হারিয়ে না যায় হেলায় ফেলায়।
এই বয়সে মেয়েদের প্রেমে পড়তে মন উসখুস করে,
প্রেমে পড়লে কবিতা পড়তে ভালো লাগে, গান শুনতে মন
চায় গল্প করতে মন উথালপাথাল করে।
যৌবন যেন নদীর স্রোতে ভাসমান কচুরিপানা,
মূহুর্তে স্রোতের টানে ভেসে যায় দূর সীমানার পানে।
যৌবন অকরুণ খেলা ধরে রাখতে চাইলেও থাকে না
সারাবেলা,
সময়ের স্রোতে হারিয়ে যায় যতোই খুঁজে ফিরো সে যে
শুধু বালুকাবেলা।
মনে জাগে সুপ্ত কল্পনা যৌবন ভরা অঙ্গে,
বাধ মানে না অনেক কিছুই রঙ্গিন স্বপ্নের ঢঙ্গে।
হারিয়ে যাওয়া যৌবন খুঁজে ফেরে অলীক স্বপ্নে
মন টানে তো দেহ সায় দেয় না অলীক স্বপ্নের তানে।
তানপুরার তারাগুলো মনের গহীনে এখনো চকচক করে
বাজাতে গেলে সুর উঠে না বাজে বেসুরো সুরে।