তৃষ্ণার কাঙ্খিত লোভনীয় টক ঝাল মিষ্টি
হে নারী,তুমি তেঁতুলকেও মানিয়েছো হার,
পুরুষের,কোমল মন কেড়ে সদা তীক্ষ্ণ দৃষ্টি
যৌবনের নিলামি বড্ড চড়া দামে করে উজার।
তুমি পুরুষের সুগন্ধি মাদকতার ভেজা ঘাম
যৎ-সামান্য মূল্য থেকে,উঁচু মূল্যে তোমার কদর,
সারা দেহময় লুটেপুটে দিলেও নেই কমতি
তোমার ইঞ্চি,ইঞ্চি,ছটাক অঞ্চলে বাঁধা আদর।
তুমি পুরুষের নিত্য কামনার বোতল সরাব
স্বেচ্ছায় বিয়ে বসলেও তুমি মহা রাজরানী,
আর শত অনন্তকাল একাকীত্ব কাটালেও
কিংবা বিয়ে না বসলেও তুমি অনুরাগিণী।
শত প্রেম,প্রীতি,প্রণয় কাব্য প্রবন্ধের বন্ধন
অনন্ত ভালোবাসার অফুরন্তের শত জমিন,
তুমি ক্ষমতার গণপ্রজাতন্ত্রী সরকারের ষ্টেম
লক্ষ লক্ষ মোহরানার বিয়ের গড়া কাবিন।
তোমার জন্য আমরা পুরুষ হাজার বছর
প্রেমা প্রণয় বন্ধনে অপেক্ষা করতে পারি,
এই তোমার জন্য সব ক্ষুয়ে সহায়-সম্পদ
মজনু,ফরহাদ,দেবদাস বনে হই ভিখারী।
মমতাজকে ভালোবেসে সম্রাট শাহজাহান
দিয়েছেন উপহার বিশ্ব নন্দিত তাজমহল,
হে নারী তোমার জন্য পুরুষ সব গড়তে পারে
তবুও তুমি মন ভেঙ্গে করো,শত ছলনায় ছল।