নারী জাতি কোমল মতি।
প্রয়োজনে কঠোর অতি।।
ধ্বংস যজ্ঞ করতে জানে।
গৌরব মনে সর্বস্হানে।।
চলতে জানে আপন পনে।
পূর্ন হতে রত্ন ধনে।।
দুর্গার মত অস্ত্র ধরে।
স্বদল বলে যুদ্ধ করে।।
ধর্ম রক্ষা করার লাগি।
কাউকে নাহি করছে ভাগি।।
শুভ কর্মে কর্মোন্নতি।
জ্বালাতে জানে আলোক বাতি।।
ভিন্ন ভিন্ন রূপাকারে।
বিজ্ঞান পথে সংস্কারে।।
অভিনয়তে শ্রেষ্ট তারা।
সকল কাজে দিচ্ছে সারা।।
দুর্গার মতন দশ হাতে।
চলছে তারা সবার সাথে।।
বিপদ ভয় আসুক যত।
করছে নাকেউ মাথা নত।।
নিজের জীবন দিতে জানে।
রেখে সকল উচ্চস্হানে।।
সিংহের মত শক্তি নিয়া।
যাচ্ছে কত জীবন দিয়া।।
প্রতীক পুজা যাহাই করি।
নারীর রূপ থাকছি গড়ি।।
পুরুষ সেথায় পদতলে,
থাকছে সুইয়ে ভুমন্ডলে।।
দেখছি মোরা বিশ্ববাসি।
আসুক যত বিপদ রাশি।।
করতে পারে জীবন দান।
নিতেও জানে সবার মান।।
পরের কাজে শান্তি পায়।
বাস্তবতা দিচ্ছে রায়।।
ভীরুর মত কেউ চলেনা।
অসৎ সঙ্গ কেউ ধরে না।।
শান্তি সুখ নারীর হাতে।
চলছে তারা সবার সাথে।।
ক্রুদ্ধ হলে স্বর্পের মত।
ছোবল মেরে করছে হত।।
বিষ বৃক্ষ রোপন করে।
নারীর দলে প্রতি ঘরে।।
পাত্র ভেদে সঙ্গ ধরে।
বিপদ কালে থাকছে লড়ে।।
তাদের হাতে স্বর্গ সুখ।
তারাই পুনঃ জ্বালায় বুক।।
জ্ঞান বিচার করবে তাই।
নারী ভিন্ন উপায় নাই।।