মনের কথা বলব কোথা?
যাইগো যেথা পাইগো ব্যাথা।।
ধৈর্য ধরে থাকলে পরে,
কখন মোরা থাকব লড়ে?
প্রাণের কথা বলব কবে?
গোপণ করে রাখলে কথা?
অন্ধের মত থাকব কত?
নিজকে নিজে করব নত?
বিচার বোধ কখন হবে?
সঙ্গ বলে চলব সবে,
প্রতিবাদী মনকে গড়ে,
জুড়াব সব মনের ব্যাথা।।
স্মরণ রেখে চলব তাই।
কর্মহীণ বাঁচতে নাই।।
বিশ্বময় করতে জয়,
করব নাকো কাউকে ভয়,
উদ্যম মনে কর্ম করে,
হব নাকেউ অধৈর্যতা।।
চঞ্চল মন সর্বক্ষন।
হারিয়ে যায় আপন পন।।
কর্মাদি সম্পাদনে,
থাকতে হবে উচ্চাসনে,
স্মরণ রেখে চলব তাই,
রাখতে সদা সম্পর্কতা।।
কাব্যিক মন রাখতে হলে।
কলম ধর সুকৌ শলে।।
মনের কথা বলতে হবে,
সাধন বলে লিখব সবে,
ভুলের পথে টানবে ভুলে,
ঢাকনা দিবে বাস্তবতা।।
শক্তিহীণ থাকলে দীণ।
বাড়বে তাতে আপন ঋন।।
বুদ্ধিবল নয়কো ছল,
আসুক যত বিপদ ঢল,
দুর্বলতা করতে দুর,
রাখতে হবে সংযমতা।।
বাস্তব কথা বলতে মানা।
পরবে তাতে শতেক হানা।।
স্মরণ রেখে চলতে হবে,
শক্তি বল রাখব সবে,
বিপদ ভয় করতে দুর,
হতেই হবে একাগ্রতা।।
পুতুল খেলা খেলছি মোরা।
জ্বালিয়ে আলো জগৎ জোড়া।।
স্বাধীন মনে সর্ব ক্ষনে,
চলতে হবে আপন পনে,
বিচার বোধে কর্ম করে,
রাখব নাকো মনের ব্যাথা।।