জাগ জাগ হরিজন,
জাগ সাওতাল।
নীচু বলে নাহি কিছু,
ধর সবে হাল।।
হীণ মন নাহি রাখ,
যত যেবা যাকে ডাক,
চোখ মেলে সদা দেখ,
নাহি পর কাল।।
ভয় ভীতি নাহি কর,
সদা সব কাজে।
চলো চলো সবে মিলে,
বীর সম সাজে।।
সব কাজে দয়া নয়,
জ্ঞানী জনে সবে কয়,
নিজ গুনে কর জয়,
যত সাওতাল।।
নিজ গুণে পথ চলো,
শুভ কাজে গিয়া।
বাহু বলে কর জয়,
সুখ দুঃখ নিয়া।।
খোলো খোলো চোখ খোলো,
,মনোবলে পথ চলো,
নিজ কথা সদা বলো,
ভুলে মায়া জাল।।