পৃথিবীতে এলাম একদিন, কেন এলাম—জানিনা,
নিয়তির স্রোতে ভাসি শুধু, প্রশ্নের উত্তর আনিনা।
আকাশ বলে, বাতাস বলে, নদী দেয় সাড়া,
তবু মন খোঁজে সেই অজানার ইশারা।
শৈশবে ছিলাম একদম মগ্ন, খেলায় কাটতো দিন,
তারপর এল ব্যস্ততা, লক্ষ্য হলো বিনিময় বিন।
বড় হতে হতে বুঝলাম শেষে, জীবন এক পরীক্ষা,
কোন পথে গেলে পাবো সঠিক, সেই কথাই দেখি লেখা।
কারও কাছে স্বপ্ন মানে সুখ, কারও কাছে অর্থ,
কারও কাছে ভালোবাসা, কারও কাছে কর্মরথ।
তবে দিন শেষে শূন্য হাতে সবাই চলে যাই,
কি নিয়ে যাবো, কিসের মোহ, সবকিছুই হারাই!
তবু কেন জানি, হৃদয় চায়, রেখে যাই কিছু,
একটুখানি ভালোবাসা, সত্যের কিছু রিশু।
যদি কেউ মনে রাখে, ভালো কাজে পায় আলো,
তবেই জীবন হবে সার্থক, মুছবে সব দুঃখ-কালো।