আমি তোমার হৃদয়ের সুপ্ত কথাগুলো শুনতে ব্যাকুল ছিলাম
কিন্তু তুমি শুনতে দাওনি,
তোমার হাতের কাঁকনের রিনিঝিনি মুর্চনা দেখতে চেয়েছিলাম
কিন্তু তুমি দেখতে দাওনি
যখন তোমার নুপুরের ঝঙ্কার আমার হৃদয়কে উত্তাল করেছিল
তখন কাছে আসতে পারিনি,
তোমার এলোমেলো মেঘকালো চুল হাওয়ায় উড়তে দেখেছি
আমি স্পর্শ করতে পারিনি।
তোমার দেয়া ভালোবাসার অঙ্গিকারের কাছে তুমি হেরে গেছ
অবদমিত দেনা পাওনার কাছে,
নিখাদ ভালোবাসা আমাকে অনিয়ন্ত্রিতভাবে গ্রাস করে ফেলেছে
ভারসাম্যহীন অসামর্থের দীর্ঘশ্বাসে।
অলিক কল্পনায় ভেবেছিলাম তুমি অনুভব করবে গভীর হৃদকম্পন
আমরন থাকবে আমারই পাশেপাশে,
কৃত্রিম ভালোবাসার দৌড় প্রতিযোগিতায় নিজেকে সাজিয়ে নিয়েছ
দিবারাত্র লোভ লালসার অভিলাষে।
ভেবেছিলাম নিত্যানন্দে জীবন সায়ন্মে তোমাকে কাছাকাছি রেখেই
বাকিটা জীবন নির্ভয়ে কাটিয়ে দিতে,
তোমার অভিসপ্ত ভাসনায় তুমি নিজেই আমাকে বুঝিয়ে দিয়েগেলে
বাসি খাবার কেন মানুষ চায়না খেতে...।