চরণ ধরে যতই কাঁদি।
দুঃখের বোঝা ততই বাঁধি।
কর্ম ছাড়া শান্তি নাই।
বাস্তবতা এটাই তাই।
ধর্ম নিয়া দ্বন্দ্ব করে।
অসৎ পথে সঙ্গ ধরে।
একাত্ত্বতার বলছে বুলি।
অস্ত্র হাতে নিচ্ছে খুলি।
বিশ্বাস করে সবার কথা।
করছে সদা চঞ্চলতা।
মানসিকতা নিম্ন অতি।
নাইকো কোন সরল মতি।
সামর্থ্যহীণ কর্ম পথে।
কেমন করে চলবে রথে।
বাওনবাদী শাস্ত্র পড়ে।,
বোকার মত প্রাণে মরে।
বিচার বোধ কমতি বলে।
মরছে ডুবে অতল তলে।
সবার সাথে সঙ্গ ধরে।
কাঁদতে হয় ধুলায় পরে।
জ্ঞান চোখ খুলতে হবে।
বিজ্ঞান পথে চলতে ভবে।
স্মরণ রেখে চলব তাই।
নির্বাক হলে উপায় নাই।
সকল কাজে ধৈর্য ধরে।
কাঁদতে হয় ধুলায় পরে।