নারীর হাসি, চাঁদের কিরণ,
নিরীহ মায়ায় বাঁধে মন।
চোখের ভাষায় গোপন জাদু,
হারিয়ে ফেলে সুরের সাঁজু।

কখনো সে নদীর ঢেউ,
বয়ে চলে ধীরে, থামে না কেউ।
আবার কখনো দাবানলের শিখা,
চোখের ইশারায় হৃদয় দখলিকা।

তার ভালোবাসা মধুর মায়া,
স্পর্শে বুনে স্বপ্নের ছায়া।
যে প্রেম পেল সে হারাল পথ,
ফিরে এলেও রয়ে যায় ক্ষত।

নারীর ফাঁদ নাকি প্রেমের বাঁধন?
একই ডোরে দুইয়ের মিলন।
যে বুঝতে পারে, সে রইল ধন্য,
যে হারাল, তার গল্প অশ্রু-গল্প গন্য।