এসো মিলনের গান গাই,
নব সৃষ্টির আনন্দকে স্বাগত
জানাই।
ধর্মে ধর্মে বিভেদ নয়,
গোত্রে গোত্রে বিভেদ নয়।
জাতিগত শত্রুতা নয়,
দেশে দেশে যুদ্ধ নয়।
শান্তিতে থাকতে চাই,
বিশ্ব মাঝে শান্তি চাই।
দারিদ্র্যের কষাঘাত চাই না,
মানবতার চরম লঙ্ঘন চাই না।
মানবাধিকার প্রতিষ্ঠিত হোক,
জনজীবনে অর্থনৈতিক মুক্তি
আসুক।
রাজপথে লাশ দেখতে চাইনা,
শান্তিশৃঙ্খলার অবনতি চাইনা।
সম্পদে বিভোর হয়ে উঠো
অসুবিধা নাই,
আখেরাতের কথা ভুলে যেতে নাই।
ভেসে আসা খরকুটো ভেসে যাক
নদীর জলে,
শান্তির সুবাতাস বয়ে যাক পাহাড়ে
আর সমতলে।
কারো জয় কারো পরাজয়
জয়ের আনন্দ সর্বত্র
পরাজয়ের গ্লানি বিস্তর।
জয় পরাজয় ভাই ভাই
শত্রুতার দরকার নাই।
শাসন করো শোষণের পথ ছাড়ো
দুর্বলের উপর সবলের নির্যাতন
বন্ধ করো।
সুষ্ঠু একটা নির্বাচনী ব্যবস্থা দাও
ভালো দেশ গড়তে দাও।
দুর্নীতি মুক্ত সরকার চাই
গণতান্ত্রিক বাংলাদেশ যেন পাই।