বিশ্বে যত বীরের দল।
করিস্ নাকো কপট ছল।।
আসুক যত বিপদ ঢল।
রাখতে হবে মনের বল।।
সংগ্রাম করে বাঁচতে হবে।
প্রয়োজনে অস্ত্র লবে।।
পিছন পরে কেউনা রবে।
বাঁচার মত বাঁচতে ভবে।।
বিশ্বময় সংগ্রাম শালা।
কপট মনে বাড়ায় জ্বালা।
বুদ্ধি বলে পাচ্ছে মালা।,
অসৎ পথে নাইকো পালা।।
জ্ঞান ছাড়া শান্তি নাই।
তীর্থ্য কাজে যতই যাই।।
দুহাত পেতে কিইবা চাই।
কর্ম ফল সবাই পাই।।
বিশ্বাস নয় কর্মে জয়।
সঙ্গ গুনে করতে হয়।।
চলার পথে বিশ্বময়।
মিথ্যা ইহা কিছুই নয়।।