প্রতীক পুজা যতই করি।
বিপদ কালে থাকব লড়ি।।
নীরব হয়ে থাকলে পরে।
প্রতীক নাহি তুলবে ধরে।।
জ্ঞান বুদ্ধি রাখতে হবে।
সঙ্গ বলে বাঁচতে ভবে।।
প্রতীক সম স্বদল বলে।
এগিয়ে যাব কর্মস্হলে।।
পুজায় জানি স্ফুর্তি হয়।
কর্ম গুনে বিশ্ব জয়।।
হাসি তামসা করব যত।
কর্ম গুনে শান্তি তত।।
জ্ঞান ছাড়া উপায় নাই।
যতই যেথায় ছুটে যাই।।
প্রতীক কভু দেয়না সারা।
যতই ফেলি অশ্র ধারা।।
যেমন রূপে তৈরী করি।
তেমন ভাবে থাকছে পরি।।
যুগের পরে চলছে যুগ।
কিইবা মোরা করছি ভোগ?
প্রতীক দ্বারা শিক্ষা নেব।
অকালে নাহি প্রাণ টা দেব।।
সংগ্রাম করে বাঁচতে হবে।
ধর্না ধরে কেউনা রবে।।
শক্তি বল কমতি হলে।
প্রতীক নাহি আসবে চলে।।
বিশ্বাস ভক্তি যত রাখি।
কর্মে যেন নাদেই ফাঁকি।।
সাধু বৈষ্ণব যতই হই।
নিজকে নিজে রাখব সই।।